WB SSC GROUP C & GROUP D: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: হাজার হাজার শূন্যপদে Group C ও Group D নিয়োগের ঘোষণা!
📢WB SSC GROUP C & GROUP D: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: হাজার হাজার শূন্যপদে Group C ও Group D নিয়োগের ঘোষণা!
By SAIKH AFTAB
WB SSC GROUP C & GROUP D: অবশেষে কাটল দীর্ঘ প্রতীক্ষার প্রহর! আপনি কি সরকারি স্কুলের অশিক্ষক কর্মী হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান? পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) রাজ্যের হাজার হাজার স্কুল Group C এবং Group D পদে নিয়োগের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। তবে দেরি না করে আজই আবেদন প্রক্রিয়া সেরে ফেলুন! আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করুন! এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার বেকার যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ পাবেন।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
গ্রুপ সি (Group C/Clerk): মোট শূন্যপদ ২,৯৮৯টি।
গ্রুপ ডি (Group D/Staff): মোট শূন্যপদ ৫,৪৮৮টি।
সর্বমোট শূন্যপদ: দুই বিভাগ মিলিয়ে মোট ৮,৪৭৭টি পদে নিয়োগ করা হবে।
(দ্রষ্টব্য: এই পদসংখ্যা বিভিন্ন জেলার স্কুলগুলোর চাহিদা অনুযায়ী কিছুটা পরিবর্তন হতে পারে।)
⏳ গুরুত্বপূর্ণ সময়সূচী (Don't Miss the Deadline!)
আবেদন শুরুর শুভ লগ্ন: ৩রা নভেম্বর, ২০২৫।
আবেদনের অন্তিম সময়: ১২ই ডিসেম্বর, ২০২৫। (শেষ মুহূর্তের ভিড় এড়াতে এখনই আবেদন সেরে ফেলুন!)
ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৫ই ডিসেম্বর, ২০২৫।
সম্ভাব্য পরীক্ষার তারিখ: গ্রুপ C-এর পরীক্ষা ১৮ জানুয়ারি, ২০২৬ এবং গ্রুপ D-এর পরীক্ষা ২৫ জানুয়ারি, ২০২৬ তারিখে হওয়ার সম্ভাবনা আছে ।
🎓 শিক্ষাগত যোগ্যতা ও বয়স (Check Eligibility)
Group C (Clerk): আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন, তবেই ক্লার্ক পদের জন্য যোগ্য। কম্পিউটারে টাইপিংয়ের অভিজ্ঞতা থাকলে তা আপনাকে এগিয়ে রাখবে।
Group D (Staff): শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগীয় প্রার্থীরা (SC/ST/OBC/PH) বয়সের বিশেষ ছাড় পাবেন।
📚 সাফল্যের চাবিকাঠি: পরীক্ষার সিলেবাস
সঠিক কৌশল ছাড়া যুদ্ধে জেতা অসম্ভব! দেখে নিন কী কী বিষয় নিয়ে আপনাকে লড়াই করতে হবে:
Group C (৬০ নম্বর): জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি, পাটিগণিত এবং লজিক্যাল রিজনিং।
Group D (৪৫ নম্বর): জেনারেল নলেজ, প্রাথমিক গণিত এবং অন্যান্য।
💻 আবেদন করবেন কীভাবে?
সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com-এ গিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে।
আবেদন ফি: জেনারেল/OBC-দের জন্য ৪০০ টাকা এবং SC/ST/PH প্রার্থীদের জন্য ১৫০ টাকা।
Download Official Advertisement 👇
(Link of the pdf)
Comments
Post a Comment