Posts

Showing posts with the label পরিবেশবিদ্যা কি বহুমাত্রিক বা মাল্টিডাইমেনশনাল বিষয় ?

পরিবেশবিদ্যা কি বহুমাত্রিক বা মাল্টিডাইমেনশনাল বিষয় ?

Image
✅ পরিবেশবিদ্যা কি বহুমাত্রিক বা মাল্টিডাইমেনশনাল বিষয় ? ✳️ উত্তর:- পাহাড়, নদী, বন, জঙ্গল, কিট, পতঙ্গ, জল, মাটি, জীবজন্তু, মানুষ সবাইকে নিয়ে পৃথিবীর এই পরিবেশ গড়ে উঠতে সময় লেগেছে প্রায় 500 কোটি বছর । সুতরাং, এইসব নিয়ে বিস্তারিত চর্চায় হচ্ছে পরিবেশ বিদ্যা বা environmental studies . সংজ্ঞা হিসেবে বলা যায় যে, পরিবেশ বিদ্যা হলো বিজ্ঞানের সেই শাখা যে শাখায় ভৌত বা প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ ফিজিক্যাল এনভারমেন্ট, জীবজ পরিবেশ অর্থাৎ বায়োটিক এনভারমেন্ট এবং সামাজিক পরিবেশের অর্থাৎ সোশ্যাল এনভারমেন্টের বৈশিষ্ট্য, পারস্পরিক সম্পর্ক ও প্রভাবের ভিত্তিতে সমগ্র পরিবেশের প্রকৃতি, বৈশিষ্ট্য, সমস্যা ও তার সমাধানের বিষয়ে পঠন-পাঠন  করা হয়।  পরিবেশ বিদ্যা তার প্রকৃতি ও বিষয়বস্তু অনুসারে বহুমাত্রিক বা মাল্টি ডাইমেনশনাল বিষয় কারণ পরিবেশবিদ্যার চর্চা আইন, বিজ্ঞান, দর্শন, অর্থনীতি ইত্যাদি বিষয়গুলি থেকে আহরিত তথ্য ব্যাখ্যা বিশ্লেষণ এর ওপর নির্ভরশীল ।‌‌এগুলি বিস্তারিতভাবে নিম্নে  আলোচনা করা হলো  ---⬇️ ১) আইন ও পরিবেশবিদ্যার মধ্যে সম্পর্ক :-     এক্ষেত্রে উভয়ের মধ্যে সম্প...